সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামের পিন্টু দে ও জসীমউদ্দীনের ৭৫ শতক জমির পাকা ধান স্বেচ্ছা শ্রমে কেটে এবং তা কৃষকের ঘরে পৌঁছিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা মোস্তফা কামাল চৌধুরীর নেতৃত্বে সীতাকুন্ড উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ইন্জিঃ মোঃ আজিজুল হক ও যুগ্ন আহ্বায়ক মোঃ শামসুল আলমের সু-সংগঠিত নেতৃত্বে। সীতাকুন্ড উপজেলা কৃষকলীগের প্রভাবশালী সদস্য বহরপুরের কৃতিসন্তান এস এম করিম ভাসানীর পরিপূর্ণ তত্ত্বাবধানে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় দেশের অন্যান্য অঞ্চলের মত চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় ও স্বেচ্ছাশ্রমে কৃষকদের মুখে হাঁসি ফুটাবার নিরন্তর চেষ্টা করেছিলেন কৃষকনেতাগণ। পিন্টু দে ও জসীমউদ্দীনের ৭৫ শতাংস ধান কর্তনকালীণ সময়ে উপস্হিত ছিলেন কৃষকনেতা ইলিয়াস মিয়াজী, মোহাম্মদ হোসেন, শম্ভু সরকারসহ বহু কৃষকলীগ নেতা। সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার নির্দেশে ধান কর্তন কর্মসূচীতে অংশ নেয় উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য রতন মিত্র। গত ০৫ মে ৭৫ শতাংস ধান কর্তনের মধ্যে ৭০ শতাংস সেদিন শেষ হলেও কাঁচা ধান থেকে যাওয়ায় তা পাঁকলে আজ ১২ মে পূনরায় বাকী ৩০ শতাংস ধান আজ কর্তন করে তা কৃষকদের ঘরে পৌঁছে দেয় কৃষকলীগ নেতা ইলিয়াস নিয়াজী, মোহাম্মদ হোসেন ও ইকবাল হোসেন মানিকের নেতৃত্বে কৃষক লীগের একটি টীম। অন্যদিকে গত ৩-৪ দিন পূর্বে সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শায়েস্তা খাঁন সাজুর নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দগণ পবিত্র রোযা পালন সত্ত্বেও মমতাময়ী দেশনেত্রী মানবতার মাতা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল শ্রদ্ধা ও সম্মান রেখে সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর গ্রামে কৃষকের ধান স্বেচ্ছাশ্রমে কেটে তা কৃষকের বাড়ীর উঠানে পৌঁছে দিয়ে এলাকায় বেশ প্রশংসা কুঁড়িয়েছে।।