সীতাকুন্ডে ২ ভুয়া ডাক্তারকে জরিমানা

সীতাকুন্ড প্রতিনিধি

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারদের ধরা হয়।এই রাষ্ট্রে প্রকৃত ডাক্তারদের পাশাপাশি হাতুড়ে ডাক্তারও কম নন। মানবিক বিভাগে পাশ করে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে মানবসেবায় নিয়োজিত এমন ভুয়া ডাক্তার অহরহ রয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে ২ জন ভুয়া ডাক্তারকে জরিমানা করা হয়েছে।

ভুয়া ডাক্তার হলেন সীতাকুণ্ড সদরে ডেন্টাল স্পেয়ার চিকিৎসালয়ের রুবেল নাথ ও মেসার্স কামাল মেডিকেল স্টোরের কামাল উদ্দিন। তাদের উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রির অভিযোগে সীতাকুণ্ড সদরে আল আমিন ফার্মেসীকে ২ হাজার টাকা, আসসাফা ফার্মেসীকে ৫ হাজার টাকা ও ভাই ভাই মেডিকেল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার ১২মে বিকেলে সীতাকুণ্ড উপজেলায় দায়িত্বরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান এঁর মোবাইল কোর্টে তাদের জরিমানা করা হয়।

জরিমনার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *