সীতাকুন্ডের মুরাদপুরে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

মোঃ জয়নাল আবেদীন সীতাকুণ্ড প্রতিনিধি

উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। নিহত ইলেকট্রিশিয়ানের নাম বকুল জলদাস ( ২৮ )।

আজ ১১ জুলাই শনিবার সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের সম্মুখে এ ঘটনা ঘটে।নিহত ইলেকট্রিশিয়ান বকুল জলদাস পশ্চিম মুরাদ পুরের জলদাস বাড়ির মোহন জলদাসের বাড়ির পুত্র বলে জানা গেছে।এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদে কর্মরত মিলন জানান, পরিষদের সামনে মোঃ ইসহাক সওদাগরের দোকানে কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠেন ইলেকট্রিশিয়ান বকুল জলদাস। বিদ্যুৎতের খুঁটি থেকে পড়ে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে বকুল।এই ঘটনার সঙ্গে সঙ্গে ইসহাক সওদাগর দোকান বন্ধ করে পালিয়ে গেছেন।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top