চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলায় গত তিন দিনে লাখো সনাতনী সমাগম তীর্থযাত্রীর হয়েছে
গতকাল বুধবার বিকেলে চন্দ্রনাথ ধাম মন্দির ঘিরে আয়োজিত এ মেলা শান্তিপূর্ণভাবেই মেলা শেষ হয়েছে, বুধবার সন্ধ্যায় উক্ত মেলার সমাপ্তি ঘোষণা করে ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল সীতাকুন্ড পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড পৌরসভা কাউন্সিলরবৃন্দ এবং সীতাকুণ্ড মেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক
এসময় বক্তব্য মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বলেন,
গত সোমবার থেকে শিবচতুদর্শী তিথি শুরু হওয়ার পর দেশ – বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত লাখো পুণ্যার্থীর ঢল নামে চন্দ্রনাথ মন্দিরে ।
এক পর্যায়ে সভার প্রধান অতিথি সীতাকুন্ড পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম বক্তব্যে বলেন ,
এবারের মেলায় দেশ – বিদেশের বিভিন্ন স্থান থেকে চন্দ্রনাথ মন্দির দর্শনে এসেছেন প্রায় ২০ লাখ সনাতনী পুণ্যার্থী । তিনি আরো বলেন মেলায় ভিড়ের চাপে অসুস্থতা বোধ করা ১ হাজার ৩০০ জনের বেশি তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে , পাশাপাশি বিনা মূল্যে বিতরণ করা হয়েছে খাওয়ার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ ।
তিনি বলেন এবারের মেলা খুব সুন্দর সুশৃংখলভাবে পালিত হয়েছে প্রশাসনিকভাবে সকল ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে এবং সার্বিক সময় আওতাধীন ছিল সিসি টিভি ক্যামেরা, ড্রোন’ ওয়াচ টাওয়ার ব্যবহার করা হয়,
সর্বশেষ তিনি মেলা কমিটির সকল সদস্য সভাপতি সাধারণ সম্পাদক ধন্যবাদ প্রদান করে ও মেলার সকল কার্যক্রম কে সুন্দর ও সুশৃঙ্খল বলে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন। সীতাকুন্ড চন্দ্রনাথ ধাম এর তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলার সমাপ্তি ঘোষণা