মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫০০ (পাঁচশত)পিস ইয়াবা সহ লাভলী আক্তার (২২) নামে এক নারী আটক।উদ্ধারকৃত ইয়াবার মুল্য দেড় লক্ষ টাকা।
২১ নভেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের শ্যামলী বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।আটককৃত নারী বরিশাল জেলার বাঁকের গঞ্জ থানার কাজলা কাঠি গ্রামের আলতাফ দেওয়ানের মেয়ে বলে জানা গেছে।
জানা যায়, সীতাকুণ্ড মডেল থানার এস.আই আশরাফ সিদ্দিকী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে।এ সময় তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত)সুমন বণিক জানান, গ্রেফতারকৃত ওই নারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।