সীতাকুণ্ড বার্তা:-
২৯ জুলাই বুধবার বিকাল চারটায় ইপসার মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন(BNF) এর সহযোগীতায় ক্ষুদ্র ৪০ নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে ইপসা।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে ইপসার পরিচালক অর্থ পলাশ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহি অফিসার মিল্টন রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি মো রাশেদুল ইসলাম,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী,ইপসার সহ পরিচালক শহিদুল ইসলাম, সিভিক প্রকল্পের প্রজেক্ট অফিসার শাহ সুলতান শামিম,সদস্য আনিসুল হক,মো দিদারুল ইসলাম,
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেডিও সাগরগীরীর সিনিয়র প্রডিউসার সঞ্জয় চৌধুরী।
আলোচনায় প্রধান অতিথি ইউএনও মিল্টন রায় বলেন,টেকশই উন্নয়ন ও দেশের আর্থ সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা অপরিসীম।বর্তমানে নারীরা পুরুষের পাশাপাশি নিজেরা অনেকটা আত্মনির্ভরশীল।তারা সংসারের হাল ধরছে। দেশের একতৃতীয়াংশ প্রশাসন ক্যাডার,সামাজিক প্রতিনিধি,রাজনৈতিক প্রতিনিধি এখন নারী।নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের পাশাপাশি ইপসাও একটি কার্যকর ভূমিকা রাখছে।ইপসার এহেন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।