মোঃ জয়নাল আবেদীনঃ
সীতাকুণ্ডে পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবা সহ আটক দুই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমে বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
১ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে এগারোটার সময় সীতাকুণ্ড উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার দুইশত পিস ইয়াবা সহ দুজন দুজনকে আটক করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
আটককৃত আসামীরা হলেন, মুন্সীগঞ্জ জেলার,লৌহজং উপজেলার ,গোড়াকান্দা গ্রামের বাসিন্দা।সে মৃত মান্নান মিয়া ও মাতা জিন্নাত বেগমের পুত্র মোঃ পণু মিয়া (৩৭)।
অপর আসামীর একি জেলার খড়িয়া গ্রামের বাসিন্দা।মাতা- লাইলি বেগম, পিতা -মৃত ফজলু সর্দার এর পুত্র মোঃ সালাম মিয়া (৪৫)।
সীতাকুণ্ড মডেল থানার এস আই আশরাফ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা অভিযান চালায়।এসময় সীতাকুন্ড উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে এক হাজার দুইশত পিস ইয়াবাসহ দুইজনকে আটক করি ।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।