সীতাকুণ্ডে সামাজিক ও সাংস্কৃতিক সাংগঠন বারামখানার খাদ্যদ্রব্য বিতরণ
সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি :-
আজ বিকাল চারটায় সীতাকুণ্ডের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বারামখানা’ ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ।আরও উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম মুরাদ,সীতাকুণ্ড উপজেলা স্কাউট কমিশনার জাহাঙ্গীর ভুইঁয়া, ইপসার প্রতিনিধি আনিসুল হক,বাজার কমিটির সাবেক সদস্য নিতাই দে,মেজবাউদ্দীন মিঠু,বারামখানার সভাপতি রায়হানুজ্জামান চৌধুরী নাহিদ,সাধারন সম্পাদক দিপঙ্কর চক্রবর্তী দীপ্ত,অর্থ সম্পাদক প্রিতম সোম,কৃষান,তুষার আচার্য, সহ অনেকে।
তারা প্রায় ১৫০ টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে।প্রতি বেগে ছিলো চাল ২ কেজি,আটা ২ কেজি,আলু ২ কেজি, বাংলা সাবান ১ টি,ডেটল সাবান ১ টি,নাপা টেবলেট এক পাতা,সেলাইন ২ পেকেট।