মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা মনিষার সহযোগিতায় ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী বায়োফ্লক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
আজ ৬ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় পেশকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে সপ্তাহব্যাপী বায়োফ্লক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম।
মানবিক ও সামাজিক সংস্থা মনিষার প্রধান নির্বাহী আজমল হোসেন হিরো’র সভাপতিত্বে উদ্বোধনী ক্লাসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।
তরুণ সংগঠক এমকে মনিরের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন,দেশ রুপান্তর পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম রুবেল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ছৈয়দুল হক, ইসমাইল খান, আব্দুল হালিম,প্রশিক্ষক দিবাকর রুমি।
উদ্বোধনী ক্লাসে বক্তারা বলেন,বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে নতুন বললেই চলে।এই পদ্ধতিতে মাছ চাষ করে কিছু তরুণ উদ্যোক্তা সাফল্যের দ্বার উন্মোচন করে।অনেকেই আবার দেখা যাচ্ছে নতুন তরুণ উদ্যোক্তাদের বায়োফ্লকে অনুৎসাহিত করে থাকে।বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ একটি বৈজ্ঞানিক পদ্ধতি। সঠিক নিয়ম জানা থাকলে, এবং সে অনুযায়ী বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করলে আশানুরূপ ফল পাওয়া যায়।তাই অন্যদের ব্যার্থতা দেখে তরুণ উদ্যোক্তাদের বায়োফ্লকে অনুৎসাহিত করা যাবে না। প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধক যুব উন্নয়ন কর্মকর্তা এসময় বলেন, যুবকদের প্রশিক্ষণের বিকল্প নেই।দক্ষ যুবকের হাত ধরে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তাছাড়া যুবকদের প্রশিক্ষণের সনদপত্র তাদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।আর এসব ব্যাপারে আমাকে যুবকরা যত খোঁজ খবর নেয় তত আমি খুশি হই।কেননা তাদের এবং যারা সত্য বস্তুনিষ্ট সংবাদ উপস্থাপন করেন তাদের বিভিন্ন নজর আমাকে ভুল পথে যেতে দিবেনা।
উক্ত উদ্বোধনী ক্লাসে প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন,ডিডিএফ এর প্রধান নির্বাহী ইলিয়াস ভুঁইয়া,নড়ালিয়া সংগঠনের সভাপতি প্রকৌশলী আবু জাফর, সুপ্তধারা ফাউন্ডেশনের সভাপতি ফারহান সিদ্দিকী নাঈম, সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জয়নাল আবেদীন,সংগঠক রবিউল হোসেন, সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের বাণিজ্য বিষয়ক সম্পাদক আয়াস চৌধুরী,মনিষার ডিরেক্টর নুরুল আক্তার বাপ্পী, পেশকার পাড়া যুব উন্নয়ন সংগঠন এর সহ সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম তুহিন,মনিষার নির্বাহী সদস্য মাসুদ সহ অন্যান্য প্রশিক্ষণার্থীরা অংশ নেন।