সীতাকুণ্ডে পুলিশের অভিযানে গ্রেপ্তার সাত আসামি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিসহ পলাতক সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— নোনাছড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. আনোয়ারুল ইসলাম, শেখ নগর গ্রামের বদিউল আলমের ছেলে মো. ফারুক, কুমিরার কেওয়াই স্টিল মিল গেইটের সামনে মো. মামুনের ছেলে সাইমন,
গুড়ামার এলাকার মৃত কোরবান আলীর ছেলে বাদশা, দক্ষিণ আমিরাবাদ এলাকার সেলিম উদ্দিনের ছেলে ইফতেখার আহমদ রাজু এবং পশুরাম নোনা সওদাগর বাড়ি এলাকার মো. হানিফের ছেলে মো. রবিউল ইসলাম।
সীতাকুণ্ড থানার সাব ইন্সপেক্টর হারুনুর রশিদ বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।