বার্তাঃসীতাকুণ্ড সাগর উপকূল থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) জুমার নামাজের পর লাশটি উদ্ধার করা হয়। এরআগে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জেএমআই গ্যাস ফ্যাক্টরীর পেছনে সাগরে জোয়ারের পানিতে লাশটি ভেসে আসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, উদ্ধার হওয়া নারীর মাথায় পঁচন ধরেছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগের মৃতদেহ। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।
সূত্রঃ ২৪ ঘন্টা