- সীতাকুণ্ড প্রতিনিধি
- প্রিয়সীতাকুণ্ড পৌরবাসী,
- নভেল করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে জেলা শহর বহির্ভূত পৌরসভায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ ওএমএস (১০ টাকা প্রতি কেজি চাল বিক্রি) কার্যক্রম সীতাকুণ্ড পৌরসভায় আগামীকাল থেকে শুরু হবে…
১. ডিলারের নাম: গোলাম রব্বানী
ভ্রাম্যমাণ দোকানের অবস্থান : কলেজ রোড, সীতাকুণ্ড রেইল গেট, সীতাকুণ্ড
২. ডিলারের নাম: মো: নাছির উদ্দিন
ভ্রাম্যমাণ দোকানের অবস্থান : সীতাকুণ্ড উত্তর বাজার বাইপাস সড়ক (রাস্তার পশ্চিম পার্শ্বে), সীতাকুণ্ড
কার্যক্রম পরিচালনায় নিম্নোক্ত নীতিমালা অনুসরণ করা হবে…
১. দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয়লিঙ্গ (হিজরা) সম্প্রদায়সহ অন্যান্য সকল কর্মহীন মানুষ এই বিশেষ ভ্রাম্যমাণ ওএমএস কর্মসূচির আওতায় থাকবে।
২. কর্মসূচিটি বাস্তবায়নের ক্ষেত্রে ভোক্তার বিস্তারিত তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল নম্বর) প্রযোজ্য হবে।
৩. একই পরিবারের একাধিক ব্যক্তি ভোক্তা হিসেবে নির্বাচিত হবেন না। এছাড়া, উক্ত পরিবারের কেউ যদি খাদ্য বান্ধব অথবা ভিজিডি কর্মসূচির উপকারভোগী হয়ে থাকেন তাহলে তিনি এ কর্মসূচির আওতায় ভোক্তা হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন না।
৪. প্রতি ভোক্তা ০৫ (পাঁচ) কেজি চাল ক্রয় করতে পারবেন এবং একজন ভোক্তা জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে সপ্তাহে মাত্র ০৫ (পাঁচ) কেজি চাল ক্রয় করতে পারবেন।
৫. রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই তিন দিন সকাল ১০ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলবে।
৬. প্রতি ডিলার ১ (এক) টন করে ২ (দুই) ডিলার ০২ (দুই) টন অর্থাৎ সপ্তাহে ০৬ (ছয়) টন বিক্রি করা হবে। ফলে প্রতি সপ্তাহে ১২০০ (এক হাজার দুই শত) উপকারভোগী পরিবার এর আওতাভুক্ত হবে। তাই, তাড়াহুড়ো করার কোন প্রয়োজন নেই।
৬. স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর বা প্রতিনিধির উপস্থিতি/ তদারকিতে বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে।
৭. করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে।
Milton Roy