সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ২

মোঃ জয়নাল আবেদীন, সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ডের বড় দারোগার হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন আহত হয়েছে। কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।আহত যাত্রীরা হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাযায় অংশগ্রহন করার উদ্দেশ্যে রওয়ানা দেন বলে জানা যায়।

আজ ১৯ সেপ্টেম্বর (২০২০) শনিবার আনুমানিক ভোর সাড়ে ৬ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগার হাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত যাত্রীরা হলেন, কুমিল্লা বরুড়া থানার পদুয়া ৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম(৫৫), অপরজন একি এলাকার বাসিন্দা আব্দুল গফুর (৬০)

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম সীতাকুণ্ড বার্তা কে বলেন,বড় দারোগার হাট এলাকায় ভোর সাড়ে ৬ টার সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান কোন কারণে ব্রেক করলে পিছনে থাকা দ্রুতগতির মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়।এ সময় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসের সামনের আসনে বসা ০২ যাত্রী আহত হন।আহত ২ যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top