![সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস থেকে ১৫ রাউন্ড গুলি উদ্ধার সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস থেকে ১৫ রাউন্ড গুলি উদ্ধার](https://www.cvoice24.com/media/imgAll/2022September/336984228_127770906823418_2-2304031323.jpg)
![সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস থেকে ১৫ রাউন্ড গুলি উদ্ধার সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস থেকে ১৫ রাউন্ড গুলি উদ্ধার](https://www.cvoice24.com/media/imgAll/2022September/336984228_127770906823418_2-2304031323.jpg)
চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিল্লাগামী প্রিন্স সৌদিয়া নামে যাত্রীবাহী একটি বাস থেকে ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল এলাকা থেকে কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ এসব গুলি উদ্ধার করে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাত হোসেন বলেন, নিয়মিত পেট্রোল ডিউটি করছিল হাইওয়ে পুলিশের একটি গাড়ি। এ সময় পুলিশের গাড়ি দেখে চট্টগ্রাম হতে কুমিল্লাগামী প্রিন্স সৌদিয়া (১১-৫৯৪৯) নামক একটি বাসের সুপারভাইজার মিজানুর রহমান বাস থেকে নেমে এসে একটি সিটের সামনে সন্দেহজনক একটি প্যাকেট পড়ে থাকার কথা জানায়। পুলিশ প্যাকেটটি খুলে ১৫ রাউন্ড রিভলভারের গুলি দেখতে পেয়ে গুলিগুলো জব্দ করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।