সীতাকুণ্ডে বিস্ফোরণ/ আইসিইউতে প্রাণ গেল আরো একজনের

আইসিইউতে প্রাণ গেল আরো একজনের

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রভাষ লাল শর্মা (৫৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই প্রতিষ্ঠানের অপারেটর পদে চাকরি করতেন। বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো সাত জনে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মারা যাওয়া প্রভাষ লাল শর্মা চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারি ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৃত মতিলাল শর্মার ছেলে বলে জানা গেছে। 

প্রভাষ লাল শর্মার ছোট ভাই নয়ন জানান, ঘটনার দিন আমার ভাই মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। পরে তাকে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে আনা হয়। ডাক্তার অবস্থা আশঙ্কাজনক দেখে আমার ভাইকে আইসিইউর ১৫ নম্বর বেডে ভর্তি করে দেন। আজ (রবিবার) আমার ভাই তার দুই সন্তানকে এতিম করে চলে গেলেন। আমাদের এখন সংসার কিভাবে চলবে জানি না। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার সিভয়েসকে বলেন, গতকাল (রবিবার) রাত ১০টার দিকে আরো একজন মারা যান। তিনি চমেকের আইসিইউর ১৫ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। 
 
উল্লেখ্য, শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে কয়েক কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়। এতে করে অনেক বাড়ির জানালা ভেঙে গেছে, দেয়ালে ফাটল ধরেছে। এখন পর্যন্ত মোট সাতজন প্রাণ হারিয়েছেন। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আরো ২৩ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top