সীতাকুণ্ড বার্তা:-
‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ডে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
আজ রবিবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার নতুন সভা কক্ষে অনুষ্ঠিতো হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক , সনদ ও গাছের চারা বিতরণ করা হয়।
যুব উন্নয়ন অফিসার মো শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মিল্টন রয়। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো রাশেদুল ইসলাম,সমবায় অফিসার জনাব শহিদ উল্লাহ
টাকাপরিসংখ্যান অফিসার সৌরভ পাল মিথুন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা যুবদের প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজেদের পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে ২২ জন যুব মহিলা ও পুরুষের মাঝে
১২ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক ও বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ, মাক্স ও গাছের চারা বিতরণ করা হয়।