
সীতাকুণ্ড বার্তা;
শীতের আমেজ উপভোগ করার জন্য দেশের দূরদূরান্ত থেকে পর্যটকদের আসতে দেখা যায়। সীতাকুণ্ডে হোটেলে কক্ষ পাওয়া দুষ্কর হয়ে গেছে। আগের মতোই সীতাকুন্ড প্রাণচাঞ্চল্য ভরে উঠেছে। তবে পর্যটকদের মধ্যে স্বাস্থ্যসচেতনতায় ঘাটতি দেখা যায়।
তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র হিসেবে সীতাকুণ্ডের রয়েছে দেশ জোড়া খ্যাতি। একদিকে সবুজ শ্যামল পাহাড়ের সৌন্দর্য ও আরেকদিকে সবুজ কার্পেটে ঢাকা গুলিয়াখালি সী বিচ সীতাকুন্ড কে আরও বেশি আকর্ষণীয় করেছে। পর্যটকরা এই দুইটি দর্শনীয় স্থান একসাথে উপভোগ করার সুযোগ পায়। গতকাল শুক্রবার সরকারি ছুটির দিনে তাই উপচে পড়া ভিড় দেখা যায়। মন্দির সড়ক ও গুলিয়াখালি সী বিচ সড়কের সাথে সংশ্লিষ্ট যানবাহন চালকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসে। কিন্তু পর্যটকদের মধ্যে অনেকের মুখে দেখা যায়নি মাস্ক। স্থানীয়রা মনে করেন এ ব্যাপারে সচেতন ও তার পাশাপাশি মনিটরিংয়ের ব্যবস্থা থাকলে ভাল হতো।