সীতাকুণ্ডে নব জাতকের লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ এলাকায় রেললাইন পাশ থেকে অজ্ঞাত এক নবজাতক শিশুর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ এপ্রিল শুক্রবার আজ উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ এলাকায় সন্ধ্যা ৭টার দিকে রেললাইন পাশ একটি ডোবা থেকে অজ্ঞাত এক নবজাতক শিশুর মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিকে খবর দেয় স্থানীয়রা।
পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই বিষয়ে সীতাকুণ্ড থানার এস আই রফিকুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে থেকে শিশুর লাশটি উদ্ধার করে চমেক হাসপালে পাঠানো হয়।