সীতাকুণ্ডের একটি জাহাজভাঙা কারখানায় আগুনে দগ্ধ হয়ে মো.আশরাফ মোল্লা (৬৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে বারআউলিয়া তাহের শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ শ্রমিক।
মৃত মো. আশরাফ মোল্লা নড়াইলের লোহাগড়া থানার কুমারডাঙ্গা এলাকার ওসমান মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বলেন, ‘সকালে সীতাকুণ্ডের একটি জাহাজভাঙা কারখানায় জাহাজ কাটার কাজ সময় আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ওই শ্রমিকের মৃত্যু হয়।’