সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে চুলার আগুনে পুড়ে গেছে গৃহবধূ সালমা (২১)।সালমার শরীরের ৮৪ ভাগ পুড়ে গেছে বলে নিশ্চিত করেন চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
রবিবার আনুমানিক রাত আড়াইটার দিকে রান্না করতে গিয়ে শরীরে আগুন লেগে যায় বলে জানা গেছে পারিবারিক সূত্রে। আশংকাজনক অবস্থায় তাকে চমেকে ভর্তি হয়েছে গৃহবধূ পপি আক্তার সালমা। গৃহবধূ সালমা সীতাকুণ্ড পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ নোনাছড়া এলাকার মোঃ আরিফ হোসেনের স্ত্রী।
চুলা থেকে গৃহবধূ সালমার শরীরে গভীর রাতে আগুনে দগ্ধ হয়ে যাওয়া ঘটনা সন্দেহ করছে স্থানীয়রা।
জানা যায়, বাসায় রান্না করতে গিয়ে চুলা থেকে আগুন লেগে যায় সালমার শরীরে। সালমাকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ৩৬ নাম্বার বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। শরীরের ৮৪ ভাগ পুড়ে গেছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।