চট্টগ্রামের সীতাকুণ্ড নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক এতিমখানার ভিতরে ঢুকে আহত হয়েছে এতিমখানার ছাত্রসহ ১৩ জন।
সোমাবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের ঢাকা-চটগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হান্মাদিয়া এতিমখানায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মুখী একটি বাস পেছন থেকে একটি ড্রাাম ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানার দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এসময় এতিখানায় থাকা ১২ জন মাদ্রাসা শিক্ষার্থীসহ ড্রাম ট্রাকের চালকের সহকারী আহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিষয়টা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন বলেন, আহতরা সবাই আশঙ্কা মুক্ত। তবে চারজন ছাত্র মাথায় ও বুকে আঘাত লাগার কারণে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।