চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
ভেতরে নোংরা পরিবেশ, নেই খাদ্য উৎপাদনের অনুমোদনও। অথচ উৎপাদিত খাদ্যপণ্যে দেদারসে ব্যবহার করছিলো বিএসটিআইয়ের লোগো। এমন নানা অপরাধে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের জিয়া ফুড প্রোডাক্ট নামে একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এ জরিমানা করেন।
এছাড়া অভিযানে অনুমোদন ছাড়া খাদ্য পণ্য উৎপাদনের অপরাধে স্থানীয় একটি মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, অনুমোদন ছাড়া খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে একটি মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা ও বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার করার অপরাধে জিয়া ফুডস নামের একটি ব্যাটারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এই বেকারির পরিবেশ অত্যন্ত নিম্নমানের। তাই এটিকে বিএসটিআইয়ের অনুমোদন এবং পরিবেশ উন্নত করার জন্য ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। নইলে এটি সিলগালা করা হবে।