সীতাকুণ্ডের ৬৩ পূজামণ্ডপ পেলো সংসদ সদস্য দিদারুল আলমের অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৬৩ টি পূজামণ্ডপে অর্থ অনুদান দিয়েছেন সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম।

২৮ সেপ্টেম্বর বুধবার বেলা এগারোটায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য দিদারুল আলমের পক্ষ এসব অনুদান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন, বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান। সীতাকুণ্ড পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবুর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল দে এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, পৌর কাউন্সিলর মফিজুর রহমান, দিদারুল আলম এ্যাপোলো, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ভুইয়া, নিজাম উদ্দিন, রুহুল আমিন, মোফাখখারুল আলম চৌধুরী, মোস্তফা হাকিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন, সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলানী প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top