সীতাকুণ্ডের পৌর কাউন্সিলর এ্যাপোলর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সীতাকুণ্ডের পৌর কাউন্সিলর এপ্যেলোর উদ্যোগে সামগ্রী বিতরন

সীতাকুণ্ড প্রতিনিধি

০২ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় পৌরসভার হাজী মকবুল আলী সড়কের সম্মুখ থেকে সম্পূর্ণ নিজ উদ্যোগে হতাশাগ্রস্হ ১৬৯ জন পরিবারকে ব্যক্তিগত খাদ্য সামগ্রী চাল- ডাল- তেল- লবন- পিঁয়াজ – চাপাতা – দুধ পাওডার- আলু বিতরন করে সুবিধা বঞ্চিত জনগোষ্টীর পাশে দাঁড়িয়েছেন সীতাকুন্ড পৌরসভা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রিয় কাউন্সিলর দিদারুল আলম এপ্যেলো। জনসাধারণকে খাদ্য সামগ্রী প্রদানকালে উদ্বোধন করবার জন্য আমন্ত্রন জানান ছাত্র রাজনীতিতে যার হাত ধরে তার আজকের অবস্হান – চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব – সাবেক ছাত্রনেতা সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। উদ্বোধনকালে মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, কাউন্সিলর দিদারুল আলম ৬ নং ওয়ার্ডবাসীর গর্ব। তিনি গত কয়েকদিনে গরীবের পাশে দৈনিক ১৫-১৬ ঘন্টা জনসেবায় নিজেকে উজাড় করেছেন জনতার সেবায়। তিনি যেমন সহজ সরল তেমনী উদার ও মানআ দয়ালু। কাউন্সিলর দিদারুল আলম এপ্যেলো ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক ছাত্রনেতা শফিউল আলম চৌধুরী মুরাদের মত প্রতিশ্রুতশীল নেতৃত্ব সর্বত্রই বহমাণ থাকলে সমগ্র বাংলাদেশের নাগরিক তাদের ন্যায্য অধিকার পেত এবং সুখী হ’ত। উল্লেখ্য যে, ইতিমধ্যে পৌরসভার ১০০ প্যাকেট খাদ্য সামগ্রী ও সরকারী ২৬ প্যাকেট খাদ্য সামগ্রী জনগনকে সুষ্ঠভাবে বন্টন করা হয়। এছাড়া প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে জীবানু নাশক স্প্রে প্রয়োগ, জনসচেতনতা ইত্যাদীতে গৌরবৌজ্জল ভূমিকা রেখে চলেছে কাউন্সিলর দিদারুল আলম এপ্যােলো। এ সময় উপস্হিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুন্ড উপজেলা শাখার প্রভাবশালী নেত্রী আলেয়া বেগম, সোহেল রানা, আনোয়ার হোসেন, আজাদ ও মুন্নাসহ প্রমুখ স্হানীয় নেতৃবৃন্দগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top