অবশেষে মুখ খুলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তাঁকে দলে নেওয়া, না নেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে যেসব আলোচনা-সমালোচনা চলেছে, সেসব নিয়েই কথা বলবেন তিনি। আজ বুধবার নিজের ফেইসবুক পেইজে এই ঘোষণা দেন তামিম ইকবাল। ভিডিও বার্তার মাধ্যমে এ নিয়ে সবার উদ্দেশ্যে কথা বলবেন তিনি, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।’
শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এ নিয়ে বিতর্ক তো বিশ্বকাপের শেষ পর্যন্ত চলবেই। তবে দল ঘোষণার আগে গতকাল থেকে যত নাটক হয়েছে আর যতশত গুঞ্জন শোনা গেছে, সেটাও বাংলাদেশের ক্রিকেটের অগোছালো রূপের কথাই বলে। স্পষ্ট করে বলে দলের ভেতরে ‘ইগো’র লড়াইয়ের কথাও। তামিমের মনে হয়েছে, এ কয়দিন যা যা হয়েছে, তা নিয়ে তাঁর পক্ষ থেকেও কিছু বলা দরকার, ‘গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত – সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।’
তামিমকে দলে না নেওয়ার কারণ গত রাতে দল ঘোষণার পর ব্যাখা করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। নান্নু বলেন, ‘তামিম ইকবালের অনেক দিন ধরেই চোটের সমস্যা। এটা আমরা সবাই জানি। চোট নিয়ে লড়ছিল এবং নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে। প্রথম ম্যাচ খেলার পরই কমপ্লেইন এসেছে, তাই সবকিছু বিবেচনা করে, সবকিছু চিন্তা করে, ওর চোটের কথা ভেবেই ওকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।’
বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘সার্বিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল টিম আমাদের তথ্য দিয়েছে, আমরা সবাই মিলে আলোচনা করেছি। এরপর সিদ্ধান্তটা এসেছে। এখানে এমন না যে কারও সঙ্গে আলোচনা না করে, পুরোপুরি না জেনে আমি সিদ্ধান্ত নিয়েছি। সবার থেকে তথ্য নিয়ে এ সিদ্ধান্ত।’