লেখক মোঃ জয়নাল আবেদীন
করোনা ভাইরাস যখন বিশ্বকে নাকানি চুবানী দিচ্ছে। পৃথিবীজুড়ে একের পর এক মৃত্যুর সংবাদ আসছে বিভিন্ন মাধ্যমে। আর দিন দিন মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। কেউ কেউ করোনা আতংকে দিন কাটাচ্ছেন। রিক্সাওয়ালা, দিনমজুর, হতদরিদ্র থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের লোকজন কোনোরকমে দিন পার করছেন। লকডাউনে থেমে আছে পুরো বিশ্ব। অর্থনীতিতে মারাত্মক ঝাঁকুনি দিচ্ছে, পিছিয়ে যাবে উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো। এক মূহুর্তে যেন পৃথিবীর সব অলিগলি নিস্তব্ধ হয়ে গেছে। নেই মিছিল, মিটিং সমাবেশ। নেই গণজমায়েত, আড্ডা। আর শত দুঃখ কষ্টের দিনপার হলেও বেরিয়ে আসে কিছু মানুষের বাস্তব ঘটনা।
এবার আসা যাক মূল গল্পে, যেখানে এক নববধূর আকাঙ্খা উঠে এসেছে। শহুরে ছেলে রাহুল ও গ্রামের সহজ-সরল মেয়ে ঈশিতা পারিবারিক সূত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই বিয়েতে দুই পরিবার ও তাদের এলাকায় খুঁশির জোয়ার। কেননা ঈশিতার মত মেয়ে পাওয়া বর্তমান প্রেক্ষাপটে প্রায় অসম্ভব। যেমন ভদ্র; তেমনি সহজ আর সরল। ঈশিতার স্বভাব চরিত্র ভালো হওয়ার কারণে সবাই তাকে পছন্দ করে। ঈশিতা আর রাহুলের বিয়ে হলো সবেমাত্র তিনদিন গেল। এই তিনদিন রাহুল-ঈশিতা মিলেমিশে একাকার হয়ে গেছে। যেন একে অপরের শত জনমের চেনা।
এদিকে ঈশিতা রাহুলের ব্যস্ততা দেখে কোনো কথা বলার সুযোগ পায় না। ঈশিতা রাহুলের সঙ্গে একি বিছানায় থাকলেও তার কাছে নিজেকে একা একা মনে হয়। রাহুল যেন ঈশিতার অতি নিকটে থেকেও নেই- এমন সময় যাচ্ছে তার। ঈশিতা চায় তার স্বামীর সঙ্গে ঘন্টাখানেক সময় কাটাতে, আনন্দ, উল্লাসে মেতে উঠতে। কিন্তু স্বামী রাহুলের কর্মব্যস্ততায় তা হয়ে উঠছে না। ঈশিতা শ্বশুর-শাশুড়ির সঙ্গে যতক্ষণ কথা বলে ততক্ষণ তার মন মানসিকতা ভালো থাকে। ঈশিতা যখন একা থাকে তখন আনমনা হয়ে শুধু ভাবে আর বলে- আমি শুধুই একা। এই একাকীত্ব জীবন দূর করতে একজন সঙ্গী হিসেবে ঠিক করে দিয়েছেন মা-বাবা। কিন্তু সেই অন্য এক একাকী জীবনই যেন ভর করেছে মিষ্টি মুখের ঈশিতা। ঈশিতার উদাস মনে কি বলছে বার বার? রাহুল কি আমাকে পরিবারের চাপে বিয়ে করল নাকি রাহুলের জীবনে টাকাই সব। নাকি রাহুল রোমান্টিকতা বোঝে না, ভালোবাসা বোঝে না- নিজের কাছেই প্রশ্ন করতে থাকে ঈশিতা। তার মনের গহীনে লুকিয়ে থাকা এসব উত্তর একমাত্র রাহুল- ই দিতে পারবে।
তিনমাস যাওয়ার পর চিনের উহানে শুরু হলো প্রাণঘাতী ভাইরাস করোনার খেলা। নভেল করোনা ভাইরাস ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে বাংলাদেশেও করোনা ভাইরাস হানা দেয়। করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশে শুরু হয় লকডাউন। স্কুল, কলেজ, অফিস, আদালত এই লকডাউনে বন্ধ ঘোষণা করা হয়। আর এই লকডাউনে স্বস্তি বোধ করছে রাহুল আর ঈশিতা। এ যেনো আতংকের মধ্যেও কারো জীবনে আশার ফুল ফুটেছে। ঈশিতা রাতের বিছানায় সেই রাহুলকে ফিরে পাবে- এই ভেবে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। ঈশিতা বলে উঠলো- করোনা মরণঘাতী ভাইরাস হলেও আমার জীবনে ফিরিয়ে দিয়েছে স্বামীর আদর, ভালোবাসা, রোমান্টিকতা। দাম্পত্য জীবনে আমি যেন সেই আগের মত সুখের স্বর্গে বাস করছি। ঈশিতার মত এমন লক্ষ-কোটি নববধূ আছেন। যারা শুধু স্বামীর অর্থের চিন্তা করে না। তারা চায় হাঁসি-খুশিতে স্বামীর সঙ্গে দিন কাটিয়ে দেয়ার জন্য। সুতরাং কর্মব্যস্ততার পাশাপাশি নিজের স্ত্রীকে সময় দিন…..।