বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তের গুলিতে মংসিংশৈ মার্মা (৪০) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নোয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মংসিংশৈ মার্মা নতুন পাড়ার মৃত নিসামং মার্মার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ১২টার দিকে মংসিংশৈ মার্মা বাড়ীর পাশে গোসল করার সময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়। তবে কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, দুর্বৃত্তরা দুপুর ১২টার দিকে বাড়ির পাশে মংসিংশৈ মার্মাকে গুলি করে পালিয়ে যায়। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না। তদন্ত শেষে জানা যাবে। লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।