রাস্তায় মাথা ঘুরে পড়ে যাওয়া অজ্ঞাত মানুষের পাশে সীতাকুণ্ড স্বেচ্ছাসেবক টীম

মাসুদ রানা:

সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে গজারী দীঘির সম্মুখে হঠাৎ অজ্ঞাতনামা এক লোক মাথা ঘুরে রাস্তায় পড়ে যাওয়া পথচারীকে চিকিৎসা সেবা দেন সীতাকুণ্ড স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। ওই লোককে পড়ে যেতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন দৈনিক আমাদের বাংলা প্রতিনিধি ও সীতাকুণ্ড স্বেচ্ছাসেবক টীমের সদস্য এস এম মাসুদ রানা কবি নুরুন নবী। এসময় দ্রুত এগিয়ে এসে চিকিৎসা সেবা নিশ্চিত করেন স্বেচ্ছাসেবক টীমের সদস্য নান্টু পাল, কবি নাহিদ চৌধুরী, দুলাল দে, নিতাই বণিক প্রমূখ। নাহিদ চৌধুরী বলেন, মানবতার কল্যাণে সীতাকুণ্ড স্বেচ্ছাসেবক টীম করোনার শুরু থেকে ছিল করোনার শেষেও থাকবে। সীতাকুণ্ড স্বেচ্ছাসেবক টীমের এহেন কর্মে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ সকলকে ধন্যবাদ জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত সীতাকুণ্ড হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ডাক্তারগণ আপ্রাণ চেষ্টা করছেন রোগীকে বাঁচাতে। রোগীর স্বজনকে সীতাকুণ্ড হাসপাতালে যোগাযোগ করতে অনুরোধ করা হয়। অথবা এই প্রতিবেদকের ০১৮৪৭১৯৬৪৩৬ নাম্বারে যোগাযোগ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top