মুসুল্লীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ইরানের সব মসজিদ

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের মহামারি রোধে আরোপ করা কঠোর বিধিনিষেধ শিথিল করছে ইরান। এরই প্রেক্ষিতে প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (১২ মে) থেকে খুলে দেয়া হচ্ছে দেশটির সব মসজিদ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক ডেভেলপমেন্টের পরিচালক মোহাম্মদ কউমি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি এ খবর নিশ্চিত করেছে।

করোনাভাইরাসের মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত  ইরান।

ইরান এরইমধ্যে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বড় বড় শপিং মলগুলোও খুলে দেয়া হয়েছে। এছাড়া আগামী সপ্তাহ থেকে চালু হবে দেশটির সব স্কুল।

দেশটিতে মোট এক লাখ ৯ হাজার ২৮৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এরমধ্যে ছয় হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা কমে আসতে থাকায় সম্প্রতি ধারাবাহিকভাবে বিধিনিষেধ তুলে নেয়া শুরু করেছে ইরান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top