মাসের ব্যবধানে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে ৫ গুণ

মাসের ব্যবধানে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে ৫ গুণ

চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছিল ১১৪ জনের। সেপ্টেম্বরে এ সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে। সে হিসেবে চট্টগ্রামে এক মাসের ব্যবধানে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে পাঁচ গুণ। 

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, চট্টগ্রামে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২ হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। কেবল অক্টোবর মাসেই আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬১ জন। এরমধ্যে মহানগরের রয়েছে ১ হাজার ৩৫৬ জন বাসিন্দা। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জানুয়ারিতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ৯ জন। ফেব্রুয়ারিতে কমে ৪ জনে দাঁড়ায়। মার্চে কেবল ১ জন আক্রান্ত হলেও এপ্রিলে ৩ জনের শরীরে বাসা বাধে ডেঙ্গু। মে মাসে এ রোগে কেউ আক্রান্ত হয়নি। তবে জুনে  একসঙ্গে আক্রান্ত হন ১৯ জন। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে ক্রমশ বাড়তে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুলাইয়ে ৬৪, আগস্টে ১১৪, সেপ্টেম্বর মাসে ৬০১ এবং সবচেয়ে বেশি অক্টোবরে ১ হাজার ৮৬১ জন মানুষ। 

২০১৯ সালে চট্টগ্রামে আক্রান্ত হয়েছিল ২ হাজার ৫৪৮ জন ডেঙ্গু রোগী। ওই সময় মারা যান ৭ জন। গতবছর ডেঙ্গু রোগে মারা যান সাড়ে ৫শ জনেরও বেশি মানুষ। অথচ চলতি বছরের প্রথম দশ মাসেই আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ২ হাজার ৬৭৬ জনে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top