আগামী ২০ নভেম্বরে পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত বিশ্ব ফুটবল মহাযজ্ঞের। মধ্যপ্রাচ্যের দেশ কাতার প্রথমবারের মতো বসছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। উদ্বোধনী দিন মাঠে নামছে ইকুয়েডর ও স্বাগতিক কাতার।
অন্যান্য আসরের মতো এবারের আসরেও হট ফেভারিট ব্রাজিল-আর্জেন্টিনা। বিশ্বকাপকে সামনে রেখে দুই দলই ইতোমধ্যে ঘোষণা করেছে তাদের চূড়ান্ত স্কোয়ার্ড।
ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু এক দিন আগেই শুরু হবে আর্জেন্টিনার মিশন। আগামী ২২ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে মেসিরা। আর নেইমারের ব্রাজিল ২৪ নভেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে সার্বিয়ার।
আর্জেন্টিনার ম্যাচ সূচি:(বাংলাদেশ সময়)
প্রথম ম্যাচ : আর্জেন্টিনা বনাম সৌদি আরব (২২ নভেম্বর, বিকাল ৪টায়)
দ্বিতীয় ম্যাচ : আর্জেন্টিনা বনাম মেক্সিকো (২৬ নভেম্বর, রাত ১টায়)
শেষ ম্যাচ : আর্জেন্টিনা বনাম পোল্যান্ড (৩০ নভেম্বর, রাত ১টায়)
ব্রাজিলের ম্যাচ সূচি :
প্রথম ম্যাচ : ব্রাজিল বনাম সার্বিয়া (২৪ নভেম্বর, রাত ১টায়)
দ্বিতীয় ম্যাচ : ব্রাজিল বনাম সুইজারল্যান্ড (২৮ নভেম্বর, রাত ১টায়)
শেষ ম্যাচ : ব্রাজিল বনাম ক্যামেরুন (২ ডিসেম্বর, রাত ১টায়)