চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ের অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারের আগোছালো বিদ্যুতের তারে প্যাঁচিয়ে হুমায়রা জান্নাত নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার চৌধুরী স্কয়ার নামের একটি কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার বড় কুমিরা কোট পাড়া এলাকার বেলাল উদ্দিনের মেয়ে।
জানা গেছে, উপজেলার সোনাইছড়ি জোড়ামতল চৌধুরী স্কয়ার নামক কমিউনিটি সেন্টারে একই এলাকার খাদ্য ভাণ্ডারের মালিক সাহাব উদ্দিনের মেয়ের বিয়েতে পরিবারের সাথে শিশু হুমায়রা জান্নাতও যায়। খাওয়া-দাওয়া শেষে মা-বাবা বিয়ের ষ্টেজে বর-কনের সাথে ছবি তোলার সময় স্টেজের পাশে পড়ে থাকা আগোছালো বিদ্যুতের তারে প্যাচিঁয়ে যায় শিশু হুমায়রা। প্রথমে কেউ এটা লক্ষ্য করেনি। কিছুক্ষণ পর শিশুটি জানালার গ্রিলের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেলে বৈদ্যুতিক শকের বিষয়টি সবাই বুঝতে পারে। এরপর বিয়েতে থাকা লোকজন
তাকে দ্রুত উদ্ধার করে ভাটিয়ারির বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বিয়েতে আসা শিশুটির কয়েকজন আত্মীয়-স্বজন জানান, কমিউনিটি সেন্টারের বিদ্যুতের তারগুলো আগোছালো ফেলে রাখার কারণে এই দুর্ঘটনা। নাহলে হয়তো আজ শিশুটির মায়ের কোল খালি হত না। এই মৃত্যুর দায় কে নিবে? প্রায় সময় এই কমিউনিটি সেন্টারে যেকোন অনুষ্ঠান চলাকালীন সময়ে এভাবে আগোছালো বিদ্যুতের তার পড়ে থাকতে দেখা যায়। শিশু হুমায়রা জান্নাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সোনাইছড়ি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা আক্তার।