সীতাকুণ্ড কুমিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কোর্টপাড়া গ্রামের মরহুম রাজা মিয়ার বাড়িতে বিধবা মাসুদা খাতুন (৭০) মৃত স্বামীর বসতভিটায় এক মেয়ে নিয়ে বসবাস করে। এক ছেলে কক্সবাজারে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। গতকাল শনিবার একই বাড়ির ভাসুরের ছেলে মহিউদ্দিন( পিতা মৃত গোলাম শরীফ) দলবল নিয়ে নতুন ঘর করার অজুহাতে মাসুদা খাতুনকে পূর্বে কোন প্রকার অবহিত না করেই জোরপূর্বক পুরাতন ঘর ভেঙে ফেলেছে। যেহেতু ঘরটা একসাথে সংযুক্ত তাই মাসুদা খাতুনের ঘরের বেশির অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ভেতর থেকে আরো কিছু জায়গা জবর দখল করে মহিউদ্দিন ঘরের কাজ শুরু করেছে। প্রতিবাদ করলে মহিউদ্দিন গালমন্দ, মারমুখী হয়ে আক্রমন করতে আসে এবং মেরে ফেলারও হুমকি দেয়। মহিউদ্দিন ভুমির পরিমাপ না করেই জোরপূর্বকভাবে ঘরের কাজ শুরু করেছে। এখন একটু বৃষ্টি হলেই মাসুদা খাতুন তার মেয়ে নিয়ে ঘরে বসবাস করা অসম্ভব হয়ে দাঁড়াবে। এই করোনাকালীন লকডাউন ও পবিত্র রমজানের শুরুতেই এই ধরণের ঘটনা খুবই অমানবিক।কোন উপায় না দেখে ন্যায় বিচারের আশায় মাসুদা খাতুন সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার এস আই ঘটনাস্থলে এসে মহিউদ্দিনকে ঘরের কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য যে মহিউদ্দিন মদ খেয়ে প্রতিরাতে অকথ্য ভাষায় বাড়িতে গালাগালি করে থাকে। আশেপাশের এলাকাবাসী বিষয়টি জানলেও ভয়ে কেউ কিছু বলেনা।