বছরের শুরুতে রাজস্ব আদায়ে চমক কাস্টমসের

গত অর্থবছরের তুলনায় চলতি ২০২১-২২ অর্থবছরের জানুয়ারি মাসে রাজস্ব আদায়ে চমক দেখিয়েছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। একই সময়ের ব্যবধানে ১ দশমিক ২৩ গুণ বেশি রাজস্ব আদায় করেছে। সে সঙ্গে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আদায়ে ১৫ দশমিক ৪৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে সরকারের গুরুত্বপূর্ণ এ আর্থিক সংস্থাটি।
চট্টগ্রাম কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, গত অর্থবছরের জানুয়ারি মাসে ৭৯০ কোটি ২৭ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। তবে চলতি অর্থবছরের জানুয়ারি মাসে আদায় করা হয়েছে ৯৬৮ কোটি ৬৮ লাখ টাকার রাজস্ব। কর মেয়াদ জানুয়ারি মাসে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি ২২ দশমিক ৫৭ শতাংশ।

চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, আমাদের আওতাধীন ২৪ সার্কেলের সকল কর্মকর্তা-কর্মচারি উদ্যমী হয়ে কাজ করেছে। তাই আমরা বেশি হারে রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছি। রাজস্ব বাড়াতে বিভিন্ন কৌশল ও পরিকল্পনা মোতাবেক আমরা আরো বেশি আন্তরিকতার সাথে কাজ করছি। আশা করছি সামনে রাজস্ব আদায়ের পরিমাণ আরো বাড়াতে পারব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top