সীতাকুণ্ডে প্লাস্টিকের বস্তা ভরে চাল বিক্রির অপরাধে চারটি আড়তকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন এ জরিমানা করেন। এ সময় পাট অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ওমর ফারুক সঙ্গে ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্লাস্টিক বস্তায় চাল সংরক্ষণ ও বিক্রি আইনে নিষিদ্ধ। অথচ কয়েকটি চালের আড়তে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় চারটি আড়তকে জরিমানা করা হয়। উপজেলার বাড়বকুণ্ড বাজারের সুমন স্টোরকে ১০ হাজার, ওমর খাদ্য ভান্ডারকে ১০ হাজার, এ.জে. স্টোরকে ৫ হাজার ও জাকির স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, দেশীয় পাট শিল্পের সুরক্ষায় ও প্লাস্টিকের অপরিকল্পিত ব্যবহার বন্ধে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ ধারায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।