করোনাভাইরাস প্রতিরোধে যারা এখনও প্রথম ডোজের টিকা নেয়নি, তাদের জন্য এখনও সুযোগ রয়েছে প্রথম ডোজের টিকা নেয়ার। তারা রাজধানীসহ সারাদেশের নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিবন্ধন কিংবা তথ্য-উপাত্ত দিয়ে টিকা নেয়ার সুযোগ পাবেন।
বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমরা ক্যাম্পেইনের মাধ্যমে অনেক মানুষকে প্রথম ডোজের টিকার আওতায় এনেছি। তারপরও কেউ যদি বাদ পড়ে থাকেন, তারা আমাদের স্থায়ী কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন। এটা রেজিস্ট্রেশন করেও নিতে পারবেন, রেজিস্ট্রেশন না থাকলে কার্ডের মাধ্যমে নিতে পারবেন।
তিনি আরও বলেন, সম্প্রতি সারাদেশে গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সময়ে বিশেষ ক্যাম্পেইনের আওতায় প্রায় ৩ কোটি ৪৯ লাখ মানুষকে টিকা দেয়া হয়। এর মধ্যে প্রথম ডোজের ২ কোটি ৩২ লাখ, দ্বিতীয় ডোজের ১ কোটি ৭ লাখ জনকে এবং বুস্টার ডোজের ১০ লাখ জনকে টিকা দেয়া হয়