পৌরসভার হাসান গোমস্তায় ড্রেন নির্মাণে গৃহীত উন্নয়নমূলক কাজে এলাকাবাসী খুঁশি

পৌরসভার হাসান গোমস্তায় ড্রেইন নির্মানে গৃহীত উন্নয়নমূলক কাজে এলাকাবাসী খুশীঃ

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুন্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের হাসান গোমস্তা এলাকায় পানি নিস্কাষন ব্যবস্হা না থাকায় বর্ষাকালে এক কোমর পানিতে ডুবে থাকত পুরো এলাকা। দীর্ঘদিন ধরে এলাকাবাসী মকবুল ড্রাইভারের বাড়ীসহ প্রায় ৭৫ পরিবার উক্ত এলাকার কাউন্সিলর দিদারুল আলম এপ্যেলোকে দাবী জানিয়ে আসছিলেন। কাউন্ডিলর দিদারুল আলম এপ্যেলো জনগনের ভূক্তভোগী দূরাবস্হা লাগবে পৌরসভার জনপ্রিয় মেয়র একাত্তরের সাহসী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলমের বিশেষ নোটে শেষতক ড্রেইনের জন্য দরপত্র আহ্বান করা হলে লটারীর মাধ্যমে ড্রেইন তৈরীর কাজটি স্হানীয় মেসার্স নোয়ামিয়া ঠিকাধারী প্রতিষ্ঠান কাজটি পায়। গত সপ্তাহে ড্রেইন নির্মানের পুরো চিত্রটি উল্ল্যেখিত ঠিকাধারী প্রতিষ্ঠানটিকে বুঝিয়ে দেয় পৌর প্রকৌশলীগণ। গতকাল ২২ মার্চ এলাকাটি পরিমাপ করে আজ ২৩ মার্চ ড্রেইনটি কাজের জন্য প্রস্তুত করা হলে মেসার্স নোয়ামিয়া কনস্ট্রাকশন শ্রমিকদেরকে নিয়ে কাজটি উদ্বোধন করে। উদ্বোধন করলেন ঐ এলাকারই জনপ্রিয় কাউন্সিলর দিদারুল আলম এপ্যেলো, নোয়ামিয়া কন্ট্রাক্টর, মানবাধিকার – সংবাদকর্মী মুহাম্মদ ইউসুফ খাঁন, মাহবুবসহ, ঐ এলাকার সর্দারগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসী দারুন খুশী। বললেন, কত সরকার এলো গেলো শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারের দেশব্যাপী উন্নয়নের ছোঁয়াই আমরা আনন্দিত। দীর্ঘ বছরের পর বছর হাসান গোমস্তা এলাকায় মকবুল ড্রাইভারের বাড়ীসহ আশে পাশের ৭৫ টি পরিবার জলাবদ্ধতায় এক কোমর পানিতে নিমজ্জিত ছিল। আজ ড্রেইন তৈরীর মাধ্যমে গণমানুষের দুঃখ কস্ট লাঘব হতে চললো। এলাকাবাসী ড্রেইন কাজটির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংশ্লিষ্ট মন্ত্রনালয়, পৌরসভার মেয়র আলহাজ্ব বদিউল আলম ও পৌরকাউন্ডিলর দিদারুল আলম এপ্যেলোকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top