সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৮ প্রসূতি নারী সিজারবিহীন নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসবে সক্ষম হয়েছেন। প্রতিটি প্রসূতি মা এবং বাচ্চা সুস্থ রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরউদ্দিন রাশেদ বলেন, করোনাকালীন সময় থেকে আমি এবং আমার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যেক ডাক্তার, নার্সসহ সকলে চেষ্টা করে যাচ্ছি জনগণকে সেবা দিতে। গত জানুয়ারি থেকে এই পর্যন্ত আমরা ২৩০ প্রসূতি নারীর সুস্থভাবে ডেলিভারি সম্পন্ন করেছি।
.
চরম স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা থাকা সত্বেও মাত্রাতিরিক্ত বাণিজ্যমনস্ক ভাবনায় যখন সিজার নির্ভর হয়ে পড়ছে সকল হাসপাতাল, তখন সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের এমন আন্তরিক, ব্যতিক্রমী প্রচেষ্টা মানুষকে আশাবাদী করে তোলে।
সীতাকুণ্ড স্বাস্থ্যসেবার পুরো টিমকে অনেক ধন্যবাদ। আপনাদের এই ইতিবাচক ভাবনাটি সরকারি-বেসরকারি সকল হাসপাতালকে ভাবিত করুক, উৎসাহিত করুক।