রক্তচোষা ছোট্ট এক প্রাণের কাছেই যেন অসহায় নগরবাসী। ডেঙ্গুর ছোবলে নিভে যাচ্ছে একে একে তাজা প্রাণ। শিশু থেকে বুড়ো বাদ যাচ্ছে না কেউই। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জন। তারমধ্যে চলতি অক্টোবরের প্রথম সপ্তাহেই নিভে গেছে চারজনের প্রাণপ্রদীপ। একই সময়ে এ রোগে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৩ জন। তাদের মধ্যে ৬২ জন সরকারি হাসপাতালে এবং ৫১ জন বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৭ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডেঙ্গুতে মৃত্যু হওয়া নয় বছর বয়সী ওই শিশুর নাম মীর তাসফিন। শিশুটি গত ৫ অক্টোবর মধ্যরাতে নগরের বেসরকারি এপোলো ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সকালেই শিশুটির মৃত্যু হয়। গত ৩ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হয় জেবু আক্তার (৩০) নামের এক নারী। ‘এক্সপান্ডেট ডেঙ্গু সিনড্রম’র কারণে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ অক্টোবর) মারা যায় এ নারী।
এদিকে, আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে ৫ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালে ৫ জন, জেনারেল হাসপাতালে ১৩ জন, সিএমএইচ হাসপাতালে ৪ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন ভর্তি হয়েছেন।
অন্যদিকে, চলতি বছর এখন পর্যন্ত ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশু ২৮ জন, নারী ২৭ জন, এবং পুরুষ ২৩ জন।