২১ শে মার্চ, সীতাকুন্ড পৌরসভার ৭নং ওয়ার্ড আজগর আলী জামে মসজিদ, ৮নং ওয়ার্ড বীর মুক্তিযোদ্ধো বদিউল আলম প্রাঃবিঃ এবং ৯নং ওয়ার্ড শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনটি ওয়ার্ডের টিসিবির পণ্য বিতরণের শুভ উদ্বোধন করেন,,,
পণ্য বিতরণ কালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম এবং আর ও উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর মফিজুর রহমান,
৮ নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান বলেন, সকাল ৯.৩০টা থেকে পন্য দেয়া শুরু করে,,সবাই সুশৃংখলভাবে পণ্য গ্রহণ করছে,,
এসময় সীতাকুণ্ড বার্তাকে সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম বলেন,,সকাল থেকে সবাই ভালো ভাবে পণ্য গ্রহণ করছে,তিনি আরো বলেন,,সরকারের এই উদ্যোগে সাধারণ মানুষ অনেকট উপকার হবেন বলে জানান,তিনি বলেন সরকার এরপর আরও বেশি পন্য দেওয়ার চেষ্টা করছে এবং
ইউনিয়নের একটি স্পটে ৩ ঘণ্টার জন্য একজন ডিলারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কার্ডধারী গ্রাহকের অসুবিধার কথা চিন্তা করে সিদ্ধান্ত পরিবর্তন করা হয় এখন একজন ডিলার এক স্পটেই সারাদিন পণ্য বিতরণ করবেন, অর্থাৎ এক ইউনিয়নের ৩টি স্পটের জন্য তিনজন ডিলার একযোগে কাজ করবে। এতে কেউ বাদ পড়ার সম্ভাবনাকে কমিয়ে আনা যাবে বলে মনে করেন তিনি