মোঃ জয়নাল আবেদীন সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপি এইচ ইস্পাত কারখানায় গলানো লোহার উত্তপ্ত সিলকা পড়ে ভারতীয় নাগরিক সহ ৭ জন দগ্ধ হয়েছেন।
গতকাল ২২ সেপ্টেম্বর (২০২০) সীতাকুণ্ড উপজেলাধীন ছোট কুমিরায় অবস্থিত জিপি এইচ ইস্পাত কারখানায় এই দুর্ঘটনা ঘটে।দগ্ধ শ্রমিকরা বর্তমানে চমেক ৩৬ নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন বলে জানা গেছে।
দগ্ধ শ্রমিকরা হলেন, শহিদুল ইসলাম (২৭),আমির হোসেন (২৭),টিপু সুলতান (৩৩), শাহিন আলম (২৮),রাবিন্দ্র (২৫),কে ওয়াল সিং (৪৬) নুরুজ্জামান (৪০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) পুলিশ ফাঁড়ির কনস্টেবল আলাউদ্দিন তালুকদার জানান,জিপি এইচ ইস্পাত কারখানায় লোহা গলানোর ফার্ণেস থেকে হঠাৎ ছুটে আসা উত্তপ্ত সিলকা এসে গায়ে পড়লে ৭ কর্মচারীর শরীরের বিভিন্ন কিছু অংশ পুড়ে যায়। পরবর্তীতে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাদেরকে ৩৬ নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন।আহত শ্রমিকদের শরীরের ১১-১৫ শতাংশ দগ্ধ হলেও তারা বর্তমানে আশংকামুক্ত আছেন বলে জানান তিনি।