সীতাকুন্ড বার্তা ;
স্বনামধন্য রাজনীতিবিদ, সেক্টর কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল (অব) সি আর দত্ত (বীর বিক্রম) আর নেই।
তিনি আজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থানীয় সময় সাড়ে ৯টায় মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
সি আর দত্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সি আর দত্তের মেয়ে কবিতা দাশগুপ্তের বরাত দিয়ে রানা দাশগুপ্ত আরও বলেন, ‘গত শুক্রবার গোছলখানায় পড়ে গিয়ে সি আর দত্তের এক পা ভেঙে যায়। তাকে দ্রুত ফ্লোরিডার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।’
‘সি আর দত্তের দুই সন্তান যুক্তরাষ্ট্রে থাকেন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছি।’