চট্টগ্রামে ডেঙ্গুতে মরিয়ম জান্নাত নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৩ জুলাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পাশাপাশি জেলায় আরও ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
শনিবার (১৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫৪ জন চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে এক হাজার ৩০৩ জন আক্রান্ত হয়েছেন।