চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১২.৯৩

চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে করোনা শনাক্তের হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত একদিনে নতুন করে আরও ৩০ জনের করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৩ শতাংশ। যা আগের দিন ছিল ২২ দশমিক ৭৫ শতাংশ। তবে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এদিনও কোন রোগী মারা যায়নি।  

মঙ্গলবার (১২ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। 

তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ৭টি ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৩০ জনের ২২ জন নগরের, বাকি ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদের মধ্যে রাঙ্গুনিয়ার ৩ জন, রাউজানে ২ জন এবং লোহাগাড়া, পটিয়া ও সীতাকুণ্ডে ১ জন করে রয়েছেন। 

এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৭৯২ জনে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ১১০ জন এবং ৩৪ হাজার ৬৮২ জন বিভিন্ন উপজেলার। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। বাংলাদেশে ভাইরাসটিতে প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর দেশের দ্বিতীয় রাজধানীখ্যাত চট্টগ্রামে প্রথম কোন রোগী সংক্রমিত হয় একই বছরের ৩ এপ্রিল। ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top