চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এদিন নতুন করে আরও ১১৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের।
বুধবার (২ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এদিকে, নতুন আক্রান্তদের মধ্যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে ১৫ জন এবং ছয়জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৬৮ জন।