সীতাকুণ্ডে জেলে পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের ব্যক্তিগত অর্থায়নে মৎস্যজীবী ও জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিব উল্লাহ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবলু দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুচ্ছফা, ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজীম উদ্দিন, বারৈয়াঢালা ইউনিয়নের চেয়ারম্যান মো. রেহান উদ্দিন, বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত আলী।

সভায় প্রধান অতিথি বলেন, মৎস্যজীবী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ইলিশ উন্নয়ন প্রকল্প হতে বকনা-বাছুর ও খাদ্য সহায়তা-চালসহ জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অসচ্ছল জেলে পরিবারসমূহ স্বাবলম্বী হবে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *