চীন-ভারতসহ বিভিন্ন দেশে ওমিক্রনের নতুন উপ-ধরন বিএফ.৭ এর প্রভাবে আবারও করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। ফলে নতুন এই উপ-ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে বাংলাদেশেও। এই অবস্থায় নতুন ধরনকে ‘অত্যন্ত সংক্রামক’ উল্লেখ করে নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমান বন্দরগুলোতে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বলা হচ্ছে, সব সন্দেহজনক যাত্রীকে র্যাপিড এন্টিজেন পরীক্ষা করতে হবে।
রবিবার (২৫ ডিসেম্বর) অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে সিভিল সার্জন, স্বাস্থ্য কর্মকর্তা, নৌ, স্থল ও বিমানবন্দর বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।