কক্সবাজার থেকে বাসযাত্রী সেজে ইয়াবা পাচারের সময় চার হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জানুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—চট্টগ্রামের পটিয়া মোজ্জাফ্ফরাবাদ খরনা আবু তাহেরের ছেলে মো. রহমত উল্লাহ (২০) , ফরিদপুর ভাঙ্গা মানিকদেহ নাজিরপুর মধ্যমপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. হাবিবুর রহমান (৩৮)।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, কক্সবাজার থেকে যাত্রী সেজে ইয়াবা আনার খবরে শুক্রবার রাতে যাত্রীবাহি বাসে তল্লাশি চালানো হয়। সেখানে দুই যাত্রীর কাছে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। শনিবার মাদক আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে