ঈদের দিন যেমন থাকবে চট্টগ্রামের আবহাওয়া

 

 

ঈদের দিন যেমন থাকবে চট্টগ্রামের আবহাওয়া

চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী শনিবার বা রবিবার পবিত্র ঈদুল ফিতর হতে পারে। এরইমধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শহর ছেড়ে নিজ বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ঘরে ফেরার এই সময়ে সঙ্গী হয়েছে তপ্ত রোদ। তপ্ত রোদের তেজ সইতে হবে না বেশিদিন। আগামী দুইদিন (কাল ও পরশু) আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘাচ্ছন্ন। তবে ঈদ রবিবার হলে রোদের তেজ সইতে হবে চট্টগ্রামবাসীকে। 

আবহাওয়া অফিস বলছে, ২১ এপ্রিল থেকে চট্টগ্রামের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির রেশ হালকা থেকে মাঝারি আকারের থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা উজ্জ্বল কান্তি পাল সিভয়েসকে বলেন, ‘গত কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি ছিল। ঈদের সময়টাতে বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে। ২১ এপ্রিলের পর চট্টগ্রামের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও তাপপ্রবাহ কমতে অথবা স্বাভাবিক হতে আরও এক সপ্তাহের বেশি সময় লাগতে পারে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top