রাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরাকি প্রেসিডেন্ট বাহরাম সালিহ। সেনা প্রত্যাহার নিয়ে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েনের মধ্যেই নতুন এ অগ্রগতির খবর এলো।
বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ট্রাম্প ও সালিহ সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের অবকাশে এক বৈঠকে মিলিত হন। সেখানে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করেন তারা।
বৈঠকের পর ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো সর্ম্পক রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটি থেকে আমরা খুব কম সংখ্যক সেনা প্রত্যাহার করব। সেখানে ৫ হাজার সেনা রাখা হবে। এটি ঐতিহাসিকভাবেই কম, দেখা যাক কি হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে বহু অভিন্ন স্বার্থ রয়েছে জানিয়ে সালিহ বলেন, আমারা উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করছি, প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতার প্রতি খেয়াল রাখছি এবং ইরাকের সার্বভৌমত্ব নিয়ে কাজ করছি। সেইসঙ্গে প্রতিবেশীদের বন্ধু এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের স্বার্থও দেখতে হচ্ছে।